বিশ্বজুড়ে করোনায় মৃত ২ লাখ ছুঁইছুঁই

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩১ এএম, ২৫ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ৯৭ হাজার ২৪৫ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তদের মধ্যে ৭ লাখ ৯৮ হাজার ৭৭২ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। শনিবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩০ হাজার ৫১ জন।

আক্রান্তদের মধ্যে ১৭ লাখ ৭৫ হাজার ৫১১ জনের রয়েছে মৃদু সংক্রমণ। তবে ৫৮ হাজার ৫২৩ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৯ লাখ ২৫ হাজার ৩৮ জন। সেখানে মারা গেছেন ৫২ হাজার ১৮৫ জন। এর ঠিক পরের অবস্থানে রয়েছে স্পেন। সেখানে সংক্রমিত রোগীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন এবং মৃতের সংখ্যা ২২ হাজার ৫২৪ জন।

আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক, ইরান, চীন ও রাশিয়া।

বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৮৯ জনের শরীরে। আক্রান্তদের ১৩১ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ১১২ জন।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :