৬০ ভারতীয় সৈন্যকে হত্যা করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কআন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৬ এএম, ২৭ অক্টোবর ২০১৯

পাকিস্তান আর্মি গত ২৭ ফেব্রুয়ারির পর ৬০ জনের বেশি ভারতীয় সৈন্য হত্যা করেছে।

খবর পাকিস্তানি গণমাধ্যম ডনের।পাকিস্তান আর্মড ফোর্সেসের গণমাধ্যম শাখার ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর শনিবার এই তথ্য জানান।

গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান এয়ার ফোর্স (পিএএফ) পাকিস্তানি আকাশসীমা লঙ্ঘন করায় দুটি ভারতীয় বিমান ভূপাতিত করে। এক ভারতীয় পাইলটও গ্রেপ্তার হন কিন্তু পরে তাকে ছেড়ে দেয়া হয়।

আসিফ গফুর তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে দেয়া পোস্টে জানান, ফেব্রুয়ারির পর অনেক ভারতীয় সৈন্যকে আহত এবং তাদের ব্যাংকারগুলো ধ্বংস করা হয়েছে। অনেক সৈন্য তাদের অবস্থান পালটিয়েছে।

তিনি এই টুইটার পোস্টের শেষে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন কস্টফরসিডিএস।আইএসপিআর শুক্রবার জানায়, দায়িত্বজ্ঞানহীন বিবৃতি দেয়া এবং নিরপরাধ মানুষের রক্তে হাত রাঙানো প্রথম ভারতীয় চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হতে যাচ্ছেন দেশটির সেনাপ্রধান বিপিন রাওয়াত।

আরও জানায়, জেনারেল বিপিন রাওয়াত ভারতীয় সেনাবাহিনীকে একটি দুর্বৃত্ত শক্তিতে পরিণত করেছেন। তার বেপরোয়া নির্দেশ ও ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের জন্য অনেক মানুষ জীবন হারিয়েছেন।সিডিএস হলো ভারতের সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সমন্বিত প্রধানের পদ। এটি একটি প্রস্তাবিত পদ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগস্টে দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে এই পদের ঘোষণা দেন।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :